ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রাতে নিখোঁজের মাইকিং, দুপুরে মিললো মরদেহ

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৬:১৪ পিএম, ২০ জুন ২০১৮

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সুমন (২৭) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার ধানগড়া ইউনিয়নের লাহোর গ্রামের একটি ইউক্যালিপটাস গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সুমন একই ইউনিয়নে ঝাপড়া রামলাল গ্রামের মৃত আব্দুল কাফির ছেলে।

রায়গঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চানন্দ সরকার জানান, মঙ্গলবার বিকেলে সুমন বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়িতে ফেরেনি। রাতে পরিবারের পক্ষ থেকে এলাকায় মাইকিং করা হয়। এরপরও তার সন্ধান মেলেনি। বুধবার সকালে পার্শ্ববর্তী লাহোর গ্রামে একটি ইউক্যালিপটাস গাছের সঙ্গে ওই যুবকের ঝুলন্ত মরহদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/এমএস

আরও পড়ুন