বগুড়ায় ওয়ার্ড কাউন্সিলর বরখাস্ত
বগুড়া পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) শাহজাহান কবিরের উপর সশস্ত্র হামলার ঘটনায় যুবলীগ নেতা বগুড়া পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মোস্তাকীম রহমানকে বরখাস্ত করা হয়েছে।
বুধবার বগুড়া পৌরসভার সচিব ইমরোজ মুজিব এ তথ্য নিশ্চিত করে জানান, স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখার উপ-সচিব আব্দুর রউফ মিয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপণে গত ১৪ জুন কাউন্সিলর মোস্তাকীম রহমানকে সাময়িক বরখাস্তের কথা জানানো হয়েছে। প্রজ্ঞাপণটি বুধবার তারা হাতে পেয়েছেন।
বরখাস্তের আদেশ সংক্রান্ত সরকারি ওই প্রজ্ঞাপণে ওয়ার্ড কাউন্সিলর মোস্তাকীম রহমানের বিরুদ্ধে একাধিক মামলার কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে হত্যা এবং অস্ত্র আইনের দুটি মামলার তথ্য দিয়ে বলা হয়েছে, উভয় মামলারই অভিযোগপত্র আদালতে গৃহীত হয়েছে এবং একটি মামলা সাক্ষ্য গ্রহণের পর্যায়ে রয়েছে।
প্রজ্ঞাপণে তাকে বরখাস্তের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলা হয়েছে, ‘মামলার আসামি মোস্তাকীম রহমান ওয়ার্ড কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করলে পৌরসভায় কর্মরত কর্মকর্তা ও কর্মচারী এবং পৌরসভার সেবা গ্রহণকারী সাধারণ নাগরিকদের মধ্যে আতঙ্ক ও ভীতির সঞ্চার হতে পারে এবং গুরুত্বপূর্ণ সাক্ষীদের সাক্ষ্য প্রভাবিত হওয়ার যৌক্তিক আশঙ্কা রয়েছে।
এ প্রেক্ষিতে তার ক্ষমতা প্রয়োগ পৌরসভার স্বার্থের পরিপন্থী এবং জনপ্রতিনিধি হিসেবে জনসেবায় নিয়োজিত থাকা প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় বিধায় জনস্বার্থ বিবেচনায় তাকে কাউন্সিলর পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা প্রয়োজন।’
উল্লেখ্য, বগুড়া শহর যুবলীগের দফতর সম্পাদক এবং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাকীম রহমানের বিরুদ্ধে সর্বশেষ চলতি বছরের ২৯ মার্চ বগুড়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) সাহজাহান কবিরকে হত্যার চেষ্টা চালানোর অভিযোগে মামলা হয়। ঘটনার একদিন পর ভারতের সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
লিমন বাসার/এফএ/এমএস