ডুমুরিয়ায় বাস খাদে পড়ে নিহত ৫
খুলনার ডুমুরিয়া উপজেলার বরাতিয়া এলাকায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন।
বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুইজনের নাম জানা গেছে। তারা হলেন- কয়রা উপজেলার উত্তর খেওনা এলাকার শরিফুল ইসলাম ও মোস্তফা গাজী। অন্যদের পরিচয় জানার চেষ্টা চলছে। দুর্ঘটনায় নিহত ৫ যাত্রী সকলেই বাসের ছাদে ছিলেন।
ডুমুরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হাবিল হোসেন জানান, দুপুর পৌনে ১টার দিকে খুলনা থেকে ডুমুরিয়াগামী একটি বাসকে ওভারটেক করতে গিয়ে কয়রা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।
নিহতরা খুলনায় দিনমজুরের কাজ করার জন্য আসছিলেন বলে আহতরা জানিয়েছেন।
আলমগীর হান্নাস/এফএ/আরএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মসজিদে মাইকে ঘোষণা দিয়ে র্যাবের ওপর হামলা, নেপথ্যে ইয়াছিন বাহিনী
- ২ কুমিল্লায় যাত্রীবাহী বাসে তল্লাশি, বিদেশি পিস্তলসহ দুই যুবক আটক
- ৩ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ৪ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৫ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ