ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দেশে ৭০ লাখ মানুষ মাদকাসক্ত : সমাজ কল্যাণমন্ত্রী

জেলা প্রতিনিধি | পাবনা | প্রকাশিত: ০৬:৪৪ পিএম, ২৩ জুন ২০১৮

সমাজ কল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, দেশে বর্তমানে ৭০ লাখ মানুষ মাদকাসক্ত। এর মধ্যে ১০ ভাগ নারী-কিশোরী। এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। আমাদের সামনে এখন প্রচণ্ড চ্যালেঞ্জ মাদক নিয়ন্ত্রণ করা। তিনি বলেন, দেশের ৩৫ ভাগ হলো তরুণ সমাজ। তাদেরকে কাজে লাগাতে পারলে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হতে বেগ পেতে হবে না।

শনিবার দুপুরে পাবনা শহরতলীর নুরপুর বাইপাশ এলাকায় ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা কমিউনিটি হেল্থ অ্যান্ড হার্ট হাসপাতাল উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের একার পক্ষে সম্ভব নয়। বেসরকারি প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করে বেসরকারি প্রচেষ্টায় আর্থ সামাজিক খাতে গৃহিত প্রকল্পে সীমিত আকারে সরকারি সাহায্য প্রদানের জন্য সরকার নীতিমালা প্রণয়ন করেছে। এর আলোকে সমাজ কল্যাণ মন্ত্রণালয় ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টকে আর্থিক সহায়তা দিয়ে আসছে।

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর কাজী কামরুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক জসিম উদ্দিন, পুলিশ সুপার জিহাদুল কবির, সিভিল সার্জন ডা. তাহাজ্জেল হোসেন, পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. রিয়াজুল হক, ট্রাস্টের কো-অর্ডিনেটর মাহমুদুর রহমান। স্বাগত বক্তব্য দেন হাসপাতালের উপদেষ্টা এস মুস্তাকিম সবুজ।

একে জামান/আরএ/জেআইএম

আরও পড়ুন