শ্রীপুরে স্ত্রীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
গাজীপুরের শ্রীপুরের মুলাইদ গ্রামে ঝুমা আক্তার আহ্লাদী (২০) নামে এক পোশাক শ্রমিকের মরদেহ নিজ ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। তবে ওই নারীর স্বামীকে খুঁজে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তিনি পলাতক রয়েছেন।
নিহত ঝুমা আক্তার ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার কুমারুলী এলাকার শামীম আহমেদের স্ত্রী।
জানা গেছে, ঝুমা ও তার স্বামী মুলাইদ এলাকার মো. আনিসুর রহমানের বাড়িতে ভাড়া থেকে একটি পোশাক কারখানায় চাকরি করতেন। তার স্বামী একই এলাকার আনোয়ারা স্পিনিং মিলে চাকরি করতেন।
শ্রীপুর থানার এসআই মো. মোস্তাফিজুর রহমান জানান, ঈদের ছুটির পর শনিবার স্বামী-স্ত্রী গ্রামের বাড়ি থেকে ভাড়া বাসায় ফেরেন। বিকেলে পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে কলহ হলে রাতে স্ত্রীকে হত্যার পর স্বামী বাইরে থেকে ঘরের দরজা লাগিয়ে পালিয়ে যায়।
সকালে প্রতিবেশীরা দরজা খুলে ঘরের ভেতর মরদেহ দেখতে পেয়ে বাড়ির মালিক ও পুলিশে খবর দেয়। পরে পুলিশ সকাল সাড়ে ৮টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহম্মদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নোয়াখালীতে জামায়াত প্রার্থীসহ চারজনকে শোকজ
- ২ অন্যের জমিতে নির্বাচনি অফিস, দাঁড়িপাল্লার প্রার্থীকে শোকজ
- ৩ বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী দোলা
- ৪ এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে বসানোর জন্য গণঅভ্যুত্থান করিনি
- ৫ শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের দাফন সম্পন্ন