ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মামলায় নাম দেখেই যুবদল নেতার পদত্যাগ

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০১:৩৫ পিএম, ২৪ জুন ২০১৮

রাজনীতিতে দীর্ঘদিন নিষ্ক্রীয়। হঠাৎ করেই ফেনী জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি পদে আসীন হন আনোয়ার হোসেন। কিন্তু সদ্য ঘোষিত কমিটির ক’দিনের মাথায় মামলার আসামি হয়ে পদত্যাগ করেন তিনি।

দলীয় সূত্র জানায়, একসময় জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন আনোয়ার হোসেন। দীর্ঘদিন নীরব থাকার পর গত ১৩ জুন কেন্দ্র ঘোষিত জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি পদ পেয়ে আলোচিত হন তিনি। গত বৃহস্পতিবার যুবদলের বিক্ষোভ মিছিলে হামলা-পাল্টা হামলার ঘটনায় ৯০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে পুলিশ। ওই মামলায় ছয় নম্বর আসামি করা হয় রামপুর সওদাগর পাড়ার বাসিন্দা মৃত ছৈয়দ রহমানের ছেলে আনোয়ার হোসেনকে। গত দু’দিন পুলিশ তার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে দফায় দফায় অভিযান চালায়।

মামলার খবর পেয়ে গণমাধ্যমে পাঠানো চিঠিতে যুবদলের কমিটি থেকে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য চিঠিটি যুবদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পাঠিয়েছেন। একইসঙ্গে জেলা বিএনপি ও যুবদলকে অনুলিপি দেয়া হয়েছে।

ওই চিঠিতে আনোয়ার উল্লেখ করেন, ‘সদ্য ঘোষিত জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি হিসেবে আমার নাম ঘোষণা করা হয়। অথচ আমি দীর্ঘ প্রায় ২০ বছর যাবৎ কোনো রাজনীতির সঙ্গে সক্রিয় কিংবা নিষ্ক্রিয়ভাবে জড়িত নেই। আমি একজন ব্যবসায়ী, সুনামের সঙ্গে ব্যবসা বাণিজ্য ও সামাজিক কর্মকাণ্ড করে আসছি এবং একজন শান্তিপ্রিয় ও আইনের প্রতি শ্রদ্ধাশীল মানুষ। কিন্তু একটি মহল আমাকে ব্ল্যাক মেইল করে নিজেদের স্বার্থ হাসিলের লক্ষ্যে জেলা যুবদলের সদ্য কেন্দ্র ঘোষিত কমিটিতে আমার নাম দেয়। নতুন কমিটিতে নাম দেখে আমি নিজেই হতবাক হয়ে পড়ি।

ঘোষিত কমিটিতে আমার নাম আনোয়ার হোসেন এর স্থলে মো. আনোয়ার হোসেন ভূইঞা লেখা হয়। যেহেতু বর্তমানে রাজনীতির সঙ্গে সক্রিয় নেই সেহেতু স্বেচ্ছায় স্বপ্রণোদিতভাবে উক্ত কমিটি থেকে পদত্যাগ করিলাম।’

এফএ/এমএস

আরও পড়ুন