ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঈদ পুনর্মিলনীতে রান্না হলো ৫৫ মণ গরু ও ১৫ মণ খাসির মাংস

জেলা প্রতিনিধি | জয়পুরহাট | প্রকাশিত: ০৭:৩১ পিএম, ২৫ জুন ২০১৮

জয়পুরহাটে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ১৫ হাজার লোককে ভূড়িভোজ করানো হয়েছে। সোমবার দুপুরে জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাকের আয়োজনে পৌর কমিউনিটি সেন্টারসহ পাশের শহীদ জিয়া কলেজ মাঠে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজক সূত্র জানায়, অনুষ্ঠানে অতিথিদের ভূড়িভোজ করাতে ৫৫ মণ গরুর মাংস, ১৫ মণ খাসির মাংস, বুটের ডাল ও সাদা পোলাও এর আয়োজন করা হয় এবং এগুলো রান্না করতে ৩৮টি চুলা ও ৩৮ জন বাবুর্চি কাজ করেন। এছাড়াও পরিবেশনের জন্য ৬০০ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত ছিলেন।

পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আওয়ামী লীগের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

তিনি বলেন, জয়পুরহাটকে মডেল শহরে রুপান্তর করা ও সেই সঙ্গে জয়পুরহাটের সার্বিক উন্নয়নে আওয়ামী লীগের উন্নয়ন চোখে পরার মতো। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কার পক্ষে ভোট চান। তিনি আরও বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের ভোট নিয়ে আবারও নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোমেন আহমেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাকির হোসেন, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা যুবলীগের সভাপতি প্রভাষক সুমন কুমার সাহা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রভাষক এ ই এম মাসুদ রেজা ও জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজাসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার সর্বস্তরের ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

রাশেদুজ্জামান/এমএএস/পিআর

আরও পড়ুন