গাজীপুরের মেয়র প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাতজন প্রার্থী। এবারই প্রথম দলীয় প্রতীকে এ সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মেয়র প্রার্থীরা সবাই ভোটের দিন সকালেই ভোট দেবেন বলে জানা গেছে।
আওয়ামী লীগের মেয়র প্রার্থী অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম (নৌকা) মঙ্গলবার সকাল ৮টার পরপরই মহানগীরর ৩০নং ওয়ার্ডের কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।
বিএনপির মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা মো. হাসান উদ্দিন সরকার (ধানের শীষ) সকাল ৮টার পরপরই ভোট দেবেন টঙ্গীর ৫৪নং ওয়ার্ডেও বশিরউদ্দিন উদায়ন একাডেমি কেন্দ্রে।
এদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. নাসিরউদ্দিন (হাতপাখা) সকাল ৯টায় ভোট দেবেন ৪৮নং ওয়ার্ডের ধূমকেতু প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুল কেন্দ্রে। ইসলামী ঐক্যজোটের মেয়র প্রার্থী ফজলুর রহমান (মিনার) সকালে ভোট দেবেন ১৫নং ওয়ার্ডের ভোগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী ফরিদ আহমদ (টেবিল ঘড়ি) সকাল ৯টায় ৩৭নং ওয়ার্ডের হাজী আবদুল লতিফ রেজিস্ট্রি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মেয়র প্রার্থী মো. জালাল উদ্দিন (মোমবাতি) ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী কাজী মো. রুহুল আমিন (কাস্তে) তাদের নিজ নিজ কেন্দ্রে ভোট দেবেন।
এছাড়া বর্তমান মেয়র অধ্যাপক এমএ মান্নান সকাল ১০টায় ১৯নং ওয়ার্ডের সালনা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা কেন্দ্রে ভোট দেবেন। আর গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল সকালে ৪৬নং ওয়ার্ডের নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।
প্রসঙ্গত, গাজীপুর সিটি কর্পোরেশনের ১৯টি সংরক্ষিত নারী ও ৫৭টি সাধারণ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৩৭ হাজার ৭৩৬ জন। এর মধ্যে ৫ লাখ ৬৯ হাজার ৯৩৫ জন পুরুষ এবং ৫ লাখ ৬৭ হাজার ৮০১ জন নারী ভোটার।
আগামীকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৪২৫টি কেন্দ্রের ২ হাজার ৭৬১টি কক্ষে একযোগে ভোটগ্রহণ শুরু হবে।
এছাড়া একটি অস্থায়ী ভোটকেন্দ্র থাকবে। এ নির্বাচনে ১৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডে ৮৪ জন এবং ৫৭টি সাধারণ ওয়ার্ডে প্রার্থী রয়েছেন ২৫৬ জন।
এএম/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নোয়াখালীতে জামায়াত প্রার্থীসহ চারজনকে শোকজ
- ২ অন্যের জমিতে নির্বাচনি অফিস, দাঁড়িপাল্লার প্রার্থীকে শোকজ
- ৩ বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী দোলা
- ৪ এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে বসানোর জন্য গণঅভ্যুত্থান করিনি
- ৫ শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের দাফন সম্পন্ন