ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

অটোরিকশার ধাক্কায় সিএনজি চালক নিহত

জেলা প্রতিনিধি | মুন্সীগঞ্জ | প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ২৬ জুন ২০১৮

মুন্সীগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় রুপচান শেখ (৫০) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের কোর্ট সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুপচান শেখ শ্রীনগর উপজেলার আটপাড়া ইউনিয়নের কল্লীগাঁও গ্রামের মৃত ইউসুফ শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কোর্ট সংলগ্ন দক্ষিণ কোটগাঁও এলাকার একটি হোটেল থেকে নাস্তা করে রাস্তা পারাপারের সময় ব্যাটারিচালিত একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মনির হোসেন জানান, বেলা ১১টার দিকে লোকজন রুপচান শেখ নামে একজনকে হাসপাতালে নিয়ে আসে। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, এ ঘটনায় ব্যাটারিচালিত অটোরিকশা ও এর চালক মো. নাছির সরদারকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থ নেয়া হবে।

ভবতোষ চৌধুরী নুপুর/আরএআর/পিআর

আরও পড়ুন