ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

৪০০ কেন্দ্রে বিএনপির এজেন্ট বের করে দেয়ার অভিযোগ

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০৫:১৭ পিএম, ২৬ জুন ২০১৮

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে সাড়ে তিনশ কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করে দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকারের প্রধান নির্বাচনী এজেন্ট মো. সোহরাব উদ্দিন।

এ নিয়ে মঙ্গলবার বিকেল ৪টার দিকে নির্বাচনের রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। পাশাপাশি বিকেল ৪টায় সাংবাদিকদের ডেকে বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার অভিযোগ করেছেন অন্তত চারশ কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করে দেয়া হয়েছে।

হাসান সরকারের প্রধান নির্বাচনী এজেন্ট মো. সোহরাব উদ্দিন বলেন, বিকেল ৩টা পর্যন্ত প্রায় সাড়ে তিনশ কেন্দ্র থেকে এজেন্ট বের করে দিয়ে আওয়ামী লীগের লোকজন জোরপূর্বক নৌকায় সিল মেরেছে।

তিনি অভিযোগ করেন, কাউলতিয়া ২১ নং ওয়ার্ড জহিরউদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পুলিশ এবং আওয়ামী লীগের লোকজন বিএনপির কোনো এজেন্টকে ঢুকতে দেয়নি।

এর আগে গতকাল রাতে ৩১ নং ওয়ার্ড ধীরাশ্রম কেন্দ্রের এজেন্ট এবং বিএনপি নেতা অ্যাডভোকেট মানিককে পুলিশ ধরে নিয়ে যায়। এরপর বিকল্প এজেন্ট সেলিম রেজা দায়িত্ব পালন করতে গেলে ডিবি পুলিশ তাকেও ধরে নিয়ে যায়।

একই সঙ্গে ১১ নং ওয়ার্ড খোলাপাড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ডিবি পুলিশ এবং আওয়ামী লীগের লোকজন ঢুকে বিএনপির সিরাজুল ইসলামসহ সব এজেন্টদের বের করে দেয়।

পাশাপাশি ৭ নং ওয়ার্ড দারুল উলুম মাদরাসা কেন্দ্র, ৩০ নং ওয়ার্ড বালুচাপলি কেন্দ্র, ৩০ নং ওয়ার্ড নীলের পাড়া কেন্দ্র, ৩০ নং ওয়ার্ড কানাইয়া কেন্দ্রে বিএনপির কোনো এজেন্টদের ঢুকতে দেয়া হয়নি।

তিনি আরও অভিযোগ করেন, কলমেশ্বর প্রাইমারি স্কুল কেন্দ্রে বিএনপির সাতজন এজেন্টের কাছ থেকে কার্ড ছিনিয়ে নেয়া হয়েছে। ৫ নং ওয়ার্ড বাগবাড়ী কেন্দ্রে পুলিশ এবং আওয়ামী লীগের লোকজন তাণ্ডব চালিয়েছে। ৪ নং ওয়ার্ড সারদাগঞ্জ কেন্দ্র থেকে বিএনপি এজেন্টদেরকে বের করে দিয়েছে পুলিশ।

এছাড়া ২ নং ওয়ার্ড লতিফপুর কেন্দ্র থেকে এজেন্ট বের করে দিয়ে নুরুল হক মেম্বারের নেতৃত্বে সকাল থেকে ব্যালট পেপারে সিল মারা হয়েছে। জরুন ইসমাইল পাঠান একাডেমি কেন্দ্রের সব এজেন্টদেরকে বের করে দেয়া হয়েছে। ৮ নং ওয়ার্ড পারিজাত কেন্দ্র ছাত্রদল নেতা হিমেলকে মারধর করে ২২ জন এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে। কাশিমপুর ৬ নং ওয়ার্ড পাইন শাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের এজেন্টদের বের করে দিয়েছে। লোহাকুর মাজার কেন্দ্র থেকে এজেন্ট বের করে দিয়ে ব্যালট পেপারে সিল মারা হয়েছে।

এছাড়া মেঘডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয় আওয়ামী লীগের শিরিশ চেয়ারম্যানসহ সন্ত্রাসীরা এজেন্টদেরকে বের করে দেয়ার জন্য বল প্রয়োগ করেছেন।

এছাড়া ৩৫ নং ওয়ার্ড বায়তুস সালাম কেন্দ্র, ২৬ নং ওয়ার্ড শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্র, ও অথেন্টিক আইডিয়াল স্কুল কেন্দ্র, ভানুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, ওয়ার্ড ১৪ বিডিপি স্কুল কেন্দ্র, ২৮ নং ওয়ার্ড লাগালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, ২৮ নং ওয়ার্ড হারিনাল উচ্চ বিদ্যালয় কেন্দ্র, ৪৯ নং ওয়ার্ড এরশাদ নগর কেন্দ্র, টঙ্গী নোয়াগাঁও শহীদ আহসান উল্লাহ মাস্টার উচ্চ বিদ্যালয় কেন্দ্র, কাশিমপুর বাগবাড়ী মাদরাসা ও সুরপাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, ১১ নং ওয়ার্ড জয়ের টেক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, গাছা ৩৪ নং ওয়ার্ড অনন্ত মডেল স্কুল, শরীফপুর দাখিল মাদরাসা কেন্দ্র, জিয়াস খান উচ্চ বিদ্যালয় কেন্দ্র, সাবেক গাছা ইউনিয়নের সব কেন্দ্র পুলিশ দখল করে সিল মেরেছে। পাশাপাশি পূবাইল রহমানিয়া মাদরাসা কেন্দ্রে মহিলা পুলিশ সিল মেরেছে বলেও তিনি অভিযোগ করেন।

মো. আমিনুল ইসলাম/এএম/এমএস

আরও পড়ুন