ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রংপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক | রংপুর | প্রকাশিত: ০১:১০ পিএম, ২৮ জুন ২০১৮

রংপুরের কাউনিয়া উপজেলার বিজলের ঘুন্টি এলাকায় বাসচাপায় মনিরুজ্জামান (৩৯) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত মনিরুজ্জামান উপজেলার হারাগাছ পৌর এলাকার মৃত আবুজার রহমানের ছেলে এবং একটি ওষুধ কোম্পানির লালমনিরহাট জেলা অফিসের ম্যানেজার৷

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।

কাউনিয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, লালমনিরহাট থেকে রংপুর যাচ্ছিলেন মনিরুজ্জামান। উপজেলার বিজলের ঘুন্টি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কুড়িগ্রামগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী মনিরুজ্জামানকে চাপা দেয়৷ এতে ঘটনাস্থলে তিনি মারা যান৷

এসআই সাইফুল ইসলাম আরও জানান, বাসটি আটক করা যায়নি। মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

জিতু কবীর/আরএ/জেআইএম

আরও পড়ুন