নওগাঁয় স্কুলছাত্রীর আত্মহত্যা
প্রতীকী ছবি
নওগাঁর নিয়ামতপুরে গলায় ফাঁস দিয়ে ইসমত আরা জান্নাত (১৫) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। শুক্রবার সকালে নিজ ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত জান্নাত উপজেলার টিএলবি বাজার সংলগ্ন এমদাদুল হকের মেয়ে এবং স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্রী।
নিয়ামতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোরিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে পরিবারের সবার সঙ্গে খাবার খেয়ে জান্নাত তার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে পরিবারের লোকজন অনেক ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে দেখে জান্নাত গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে থানা পুলিশে খবর দিলে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ওসি বলেন, ধারণা করা হচ্ছে- পরিবারের ওপর অভিমান বা জেদের বসে সে আত্মহত্যা করেছে। তবে সঠিক কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
আব্বাস আলী/আরএআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান