ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ছাত্রলীগের ১১ নেতাকর্মীর নামে মামলা করলেন অধ্যক্ষ

ঈশ্বরদী (পাবনা) | প্রকাশিত: ০৯:৫১ পিএম, ২৯ জুন ২০১৮

ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষকে লাঞ্ছিত করার অভিযোগে ১১ জন ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। এদের মধ্যে উপজেলা ও কলেজ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক রয়েছেন। কলেজের অধ্যক্ষ ড. আব্দুস সবুর খান নিজেই শুক্রবার সকালে এই মামলা দায়ের করেন।

অভিযোগে অধ্যক্ষ আব্দুস সবুর খান উল্লেখ করেন, গত ২৭ জুন উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রনি, সাধারণ সম্পাদক সুমন দাস, কলেজ শাখার সভাপতি খন্দকার আরমান ও সাধারণ সম্পাদক সাব্বির হাসানসহ অন্যরা আমার কক্ষে এসে অকথ্য ভাষায় গালাগালি ও টেবিলের কাঁচ ভাঙচুর করে।

ঈশ্বরদী সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মুরালী মোহন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অধ্যক্ষ স্যার এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করেছেন।

ঘটনার ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রনি জানান, বিভিন্ন সময় শিক্ষকরা নানান অজুহাতে অতিরিক্ত অর্থ আদায় করেন। এর প্রতিবাদ করতে গিয়ে কিছুটা উচ্চস্বরে কথা হয়েছে। কিন্তু অধ্যক্ষকে লাঞ্ছিত করার মতো কোনো কিছু ঘটেনি। মামলাটি নিছক ষড়যন্ত্র।

কলেজের অধ্যক্ষ আব্দুস সবুর খান বলেন, সরকারি কাজে বাধা দেয়া, জীবনের নিরাপত্তা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় আমি থানায় মামলা করেছি।

ঈশ্বরদী থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. আজিমউদ্দিন সাংবাদিকদের জানান, অধ্যক্ষ সাহেব মামলা করেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

আলাউদ্দিন আহমেদ/এমএএস/পিআর

আরও পড়ুন