হাতীবান্ধায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ
প্রতীকী ছবি
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আব্দুল জলিল (৪০) নামে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। আহত অবস্থায় তাকে গ্রেফতার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
শনিবার ভোররাতে উপজেলার গাওচুলকা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতার আব্দুল জলিল উপজেলার গোতামারী ইউনিয়নের উত্তর গোতামারী গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।
পুলিশ জানায়, মাদক ব্যবসায়ীরা মাদকের চালান অন্য জেলায় পাচারের প্রস্তুতি নিচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গাওচুলকা এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি চালায়। পরে পুলিশও কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে আব্দুল জলিলের ডান পায়ে গুলি লাগে।
এ সময় ঘটনাস্থল থেকে ১০ কেজি গাঁজা জব্দ করা হয়। জলিলের বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। এছাড়াও এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সময় হাতীবান্ধা থানার উপ পরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার ও কনস্টেবল সত্যজিৎ রায় আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এ বিষয়ে হাতীবান্ধা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জাগো নিউজকে বলেন, গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ীকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রবিউল হাসান/আরএআর/পিআর