নোয়াখালীতে যুবলীগের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে মিছিল
নোয়াখালী যুবলীগের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ র্যালি, সমাবেশ ও মিষ্টি বিতরণ করেছে স্থানীয় যুবলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রোববার বিকেলে জেলা পাবলিক হল চত্বর থেকে শুরু হয়ে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পাবলিক হল চত্বরে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা মোরশেদ আলম, পৌর যুবলীগের সদস্য জাফর উল্যাহ মাসুদ, ছাত্রলীগের সভাপতি আলা উদ্দিন, স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে উপস্থিত নেতাকর্মীরা একে-অপরকে মিষ্টি মুখ করান।
দীর্ঘ আট বছর পর যুবলীগের জেলা আহ্বায়ক কমিটি দেয়ায় আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীসহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান স্থানীয় নেতাকর্মীরা।
মিজানুর রহমান/এএম/পিআর