ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মাদকাসক্তদের ছুরিকাঘাতে যুবক নিহত

জেলা প্রতিনিধি | কিশোরগঞ্জ | প্রকাশিত: ০৭:২১ পিএম, ০২ জুলাই ২০১৮

কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকায় মাদকাসক্তের ছুরিকাঘাতে স্বপন মিয়া (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমাবার বিকেলে শহরের বত্রিশ মেলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত স্বপন ওই এলাকার আব্দুর রহিম মাস্টারের ছেলে। তিনি পেশায় একজন রঙমিস্ত্রি।

এ ঘটনায় শাহ আলমকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার বগাদিয়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, বিকেলে পৌনে ৩টার দিকে মেলাবাজার মসজিদের পেছনে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন স্বপন মিয়া। এ সময় মদ্যপ অবস্থায় শাহ আলম তার সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে। একপর্যায়ে শাহ আলমের ছুরিকাঘাতে গুরুতর আহত হন স্বপন। আশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জ জেলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। শাহ আলমকে আটক অবস্থায় হাসপাতলে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানায় পুলিশ।

নূর মোহাম্মদ/এএম/আরআইপি

আরও পড়ুন