ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

না ফেরার দেশে জয়পুরহাটের সেই জান্নাতুন

জেলা প্রতিনিধি | জয়পুরহাট | প্রকাশিত: ১১:৪৫ এএম, ০৩ জুলাই ২০১৮

শরীরের তুলনায় মাথা অস্বাভাবিক বড় জয়পুরহাটের সেই জান্নাতুন মারা গেছে। সোমবার রাতে জয়পুরহাটের শান্তিনগর মহল্লার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে। জান্নাতুন এ মহল্লার দরিদ্র ইমাম আব্দুল আলীমের মেয়ে।

এর আগে স্থানীয় মাতৃভূমি অটিজম একাডেমির প্রতিষ্ঠাতা তিতাস মোস্তফার উদ্যোগে ‘ম্যানিঙ্গো মাইনেসি’ রোগে আক্রান্ত জান্নাতুনকে নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশ হলে অ্যাপোলো হাসপাতাল মালিক শিশুটির চিকিৎসায় এগিয়ে আসেন। ২ মার্চ ওই হাসপাতালের চিকিৎসক অমিতাভ চান্দার নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল টিম অপারেশনের সিদ্ধান্ত নেয়। পরে ৪ মার্চ অ্যাপোলো হাসপাতালে জান্নাতুনের প্রথম দফার অপারেশন সফলভাবে সম্পন্ন হয়। এরপরের সপ্তাহে দ্বিতীয় দফার অপারেশনও সফলভাবে সম্পন্ন হয় ডা. অমিতাভ চান্দার নেতৃত্বে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত তিন মাস বেশ ভালোভাবেই দিন কাটিয়েছে জান্নাতুন। কিন্তু হঠাৎ করেই সোমবার বিকেল থেকে জান্নাতুনের পেট ফুলতে থাকে এবং পরপর দুই বার বমি করে। আর রাতে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যায় শিশুটি।

আরএআর/আরআইপি

আরও পড়ুন