বান্দরবানের সঙ্গে ৩ জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
টানা দুইদিনের বর্ষণে বান্দরবান-কেরানীহাট সড়কের দস্তিদারহাট এলাকা প্লাবিত হওয়ায় বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-কক্সবাজার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। মঙ্গলবার দুপুর থেকে এই সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়াও পুলপাড়া বেইলি ব্রিজ ডুবে যাওয়ায় বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বন্ধ আছে।

বান্দরবানে বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ঝুন্টু দাশ জানান, দরদিয়ার হাট এলাকায় সড়ক প্লাবিত হওয়ায় বাস চলাচল সাময়িকভাবে বন্ধ আছে। সকালে একটি বাস বান্দরবান ছেড়ে গেলেও সড়কের পানি বেশি বেড়ে যাওয়ায় বাস চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে ।
এদিকে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় বান্দরবানে আটকা পড়েছেন পর্যটকরা।
সৈকত দাশ/আরএআর/এমএস