৯ মাদক মামলার আসামি গাঁজাসহ গ্রেফতার
ফরিদপুরের সদরপুর উপজেলায় অভিযান চালিয়ে ৯টি মাদক মামলার আসামি মো. হারুন মুন্সী (৫৯) কে আটক করেছে র্যাব। এসময় তার কাছ থেকে ১শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার চর চাঁদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৮ জানায়, ফরিদপুর ক্যাম্পের কোম্পানির অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিনের নেতৃত্বে একটি আভিযানিক দল দুপুর আড়াইটার দিকে সদরপুর উপজেলার চর চাঁদপুর গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী হারুন মুন্সীকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ১শ গাঁজা উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান, হারুন মুন্সী একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৯টি মাদক মামলা রয়েছে। উদ্ধারকৃত গাঁজাসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী হারুন মুন্সীকে সদরপুর থানায় হস্তান্তর করা হয়। জেলার সদরপুর থানায় তার বিরুদ্ধে আরও একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
আরএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান