শেরপুরে বন্যহাতির মৃতদেহ উদ্ধার
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গুরুচরণ-দুধনই এলাকার কাঠবাগান থেকে একটি বন্যহাতির মৃতদেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (৫ জুলাই) সকাল ৭টার দিকে স্থানীয়দের সংবাদে বনকর্মীরা হাতির মরদেহটি উদ্ধার করেন।
বনবিভাগের ঝিনাইগাতী উপজেলার তাওয়াকুচা বিটের বিট কর্মকর্তা মো. আশরাফুল আলম হাতির মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এটি পূর্ণ বয়স্ক একটি পুরুষ হাতি। বয়স আনুমানিক ১৪/১৫ বছর হবে। হাতিটির প্রায় এক ফুটের মতো লম্বা দাঁত রয়েছে।
হাতিটির শরীরে কোনো ধরনের ক্ষত কিংবা মৃত্যুর সঠিক কারণ জানাতে পারেননি। ময়নাতদন্তের পর হাতিটি মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।
হাকিম বাবুল/আরএস/আরআইপি