ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দাগনভূঁঞায় বাসচাপায় শিশু নিহত

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ১২:১৬ পিএম, ০৫ জুলাই ২০১৮

ফেনীর দাগনভূঁঞায় বাসচাপায় রুহুল আমিন ভূঁঞা (৯) নামে এক শিশু নিহত হয়েছে।

বৃহস্পতিবার সকালে ফেনী-মাইজদী আঞ্চলিক মহাসড়কের বেকেরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রুহুল আমিন উপজেলার উত্তর আলীপুর ধানু ভূঁঞা বাড়ির আবুল হোসেনের ছেলে ও স্থানীয় আমিন উল্যাহ ইসলামিয়া মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে রুহুল আমিন রাস্তা পার হচ্ছিল। এ সময় চট্টগ্রাম থেকে রায়পুরগামী জোনাকী পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়।

দাগনভূঁঞা থানার পরিদর্শক (ওসি) আবুল কালাম আজাদ, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।

এফএ/আরআইপি

আরও পড়ুন