নিখোঁজের ৩ দিন পর মিললো হাত-পা বাঁধা মরদেহ
ছবি-ফাইল
নিখোঁজের তিন দিন পর নাটোর সদর উপজেলার বুড়ির বটতলা এলাকা থেকে জহির ফকির নামে এক ইজিবাইক চালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জহির ফকির সদর উপজেলার ছোট জংলী এলাকার মৃত জয়েন ফকিরের ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, গত সোমবার ইজিবাইক চালক জহির ফকির তার ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। পরে আর তিনি বাড়ি ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে আর পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে বুড়ির বটতলা এলাকার একটি পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে বিষয়টি জানাজানি হলে জহিরের পরিবারের লোকজন মরদেহ শনাক্ত করে।
এ ব্যাপারে নাটোর সদর থানা পুলিশের ওসি (তদন্ত) শহীদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
রেজাউল করিম রেজা/আরএআর/জেআইএম