ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শ্রমিক নেতা বাবু হত্যা মামলার অভিযোগ গঠন ২৫ জুলাই

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ০৭:৩৬ পিএম, ০৫ জুলাই ২০১৮

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কঁকশিয়ালী গ্রামের পরিবহন শ্রমিক নেতা রাজু আহম্মেদ বাবু হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে আগামী ২৫ জুলাই অভিযোগ গঠনের দিন ধার্য করেছেন আদালত। সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক অরুনাভ চক্রবর্তী এ দিন ধার্য করেন।

ঘটরার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২৬ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালিগঞ্জ বাস টার্মিনালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ হয়। সংঘর্ষে শ্রমিক নেতা রাজু আহম্মেদ বাবু মারা যান। আহত হন তার দুই সহযোগী মোস্তাফিজুর রহমান ফিজুর ও আব্দুর রহিম। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করতে গেলে পুলিশ তা নেয়নি। পরে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হেকমত আলী বাদী হয়ে ৪৮ জনের নাম উল্লেখ করে পরদিন থানায় একটি হত্যা মামলা (থানা মামলা নং- ৬৭/১৬) দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) অমল কুমার রায় ওই বছরের ২০ জুন ২৮ জনের নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এদিকে মামলায় নিরীহ লোকজনদের আসামি করা হয়েছে জেনে নিহতের মা রহিমা খাতুন বাদী হয়ে ২০১৬ সালের ৫ মে সাতক্ষীরার আমলি আদালত-২ এ ২৩ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। বিচারক ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। বিচারিক হাকিম হাবিবুল্লাহ মাহমুদ বাদীসহ সাতজনের জবানবন্দি গ্রহণের পর তদন্ত শেষে ২০১৭ সালের ৩ জানুয়ারি ১৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার নির্দেশ দেন। বাদী ছাড়া অপর ছয়জন সাক্ষী পুলিশের দায়ের করা অভিযোগপত্রে অন্তর্ভুক্ত আসামি।

সাতক্ষীরা জজ কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট লুৎফর রহমান বলেন, একই বিষয়ের ওপর দুইটি মামলা হওয়ায় দুটি নথি একসঙ্গে বিচারের জন্য আদেশ হলেও অজ্ঞাত কারণে জিআর মামলাটির কার্যক্রম বিচারিক আদালতে রয়ে গেছে। বিচার বিভাগীয় তদন্তের পর সিআর মামলাটি সেশন মামলায় রুপান্তরিত হয়ে (৮৬/১৮ নং) আগামী ২৫ জুলাই অভিযোগ গঠনের জন্য দিন ধার্য আছে।

আকরামুল ইসলাম/আরএআর/পিআর

আরও পড়ুন