ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মৌলভীবাজারের ১৯টি বালুমহালের লিজ অবৈধ

জেলা প্রতিনিধি | মৌলভীবাজার | প্রকাশিত: ০৭:৪০ পিএম, ০৫ জুলাই ২০১৮

মৌলভীবাজারের ছয় উপজেলার ১৯টি সিলিকা বালুমহালের লিজ অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একইসঙ্গে পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ছাড়া কোনো বালুমহাল লিজ প্রদান না করতেও নির্দেশ দিয়েছেন আদালত।

গত মঙ্গলবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

পরিবেশগত প্রভাবের বিষয়টিকে গুরুত্ব দিয়ে পরিবেশবাদী সংগঠন বেলা জনস্বার্থে ২০১৬ সালের ২১ মার্চ হাইকোর্টে একটি রিট দায়ের করে। সেই রিটের শুনানি নিয়ে রুল জারির পাশাপাশি ওই ১৯ বালুমহলে সিলিকা বালু উত্তোলনে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেন হাইকোর্ট। রুলের চূড়ান্ত শুনানি নিয়ে হাইকোর্ট মঙ্গলবার এই রায় ঘোষণা করেন।

আদালতে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট সাঈদ আহমেদ কবীর।

এর আগে মৌলভীবাজার জেলার ৫১টি পাহাড়ি ছড়া সিলিকাবালু সমৃদ্ধ এলাকা হিসেবে ঘোষণা করে ২০১৩ সালের ১৮ জুন প্রজ্ঞাপন জারি করে সরকার। এর মধ্যে ১৯টি বালুমহালে বালু উত্তোলনের জন্য ইজারা দেয়া হয়। তবে ইজারা প্রদানের আগে কোনো পরিবেশগত প্রভাব নিরূপণ (ইআইএ) করা হয়নি এবং ইজারা গ্রহিতারাও কোনো পরিবেশগত ছাড়পত্র (ইসিসি) দাখিল করেনি।

অথচ খনি ও খনিজ সম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন, ১৯৯২ এর বিধান মতে সিলিকাবালু একটি খনিজ সম্পদ এবং কোনো খনিজ সম্পদ উত্তোলন বা আহরণের আগে অবশ্যই পরিবেশ সংরক্ষণের বিধি বিধান অনুযায়ী সুনির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করার কথা।

এ বিষয়ে যোগাযোগ করা হলে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরশাফুল আলম খান জাগো নিউজকে বলেন, এখনও কোনো কাগজপত্র হাতে এসে পৌঁছায়নি তাই কোনো মন্তব্য করতে পারছি না।

রিপন/এমএএস/পিআর

আরও পড়ুন