ঝুঁকিপূর্ণ ব্রিজে যান চলাচল
টাঙ্গাইল-ভূঞাপুর সড়কের কালিহাতী উপজেলার শ্যামপুর ব্রিজের পাটাতন দেবে ফাঁকা হয়ে গেছে। ব্রিজটি মেরামত না হওয়ায় অত্যন্ত ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। এতে ব্রিজটিতে দুর্ঘটনার শঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, টাঙ্গাইল-ভূঞাপুর সড়কের ক্ষতিগ্রস্ত কালিহাতী উপজেলার শ্যামপুর ব্রিজ দিয়ে টাঙ্গাইলের কালিহাতী, ভূঞাপুর ও ঘাটাইল উপজেলার হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করেন। তারাকান্দি সার কারখানায় যাতায়াতের প্রধান সড়কও এটি। এছাড়াও টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজট থাকলে বিকল্প হিসেবে এই সড়ক ব্যবহার করা হয়। বঙ্গবন্ধু সেনানিবাসের কর্মকর্তা-কর্মচারীদেরও যাতায়াতও এই সড়কে।
বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, ব্রিজের দক্ষিণ পাশের স্টিলের কয়েকটি পাটাতন দেবে ফাঁকা হয়ে গেছে। তারপরও ঝুঁকি নিয়ে মালবাহী ও যাত্রীবাহী শত শত যানবাহন চলাচল করছে।

সিএনজিচালিত অটোরিকশা চালক আবু বকর জানান, শ্যামপুর ব্রিজের এই অবস্থা গত কয়েকদিন যাবত সৃষ্টি হয়েছে। এর ফলে যে কোনো সময় পাটাতন ভেঙে প্রাণহানি ঘটাসহ যান চলাচল বন্ধ হয়ে যেতে পারে। অতি দ্রুত ব্রিজটি মেরামত প্রয়োজন।
সোলায়মান মিয়া নামে এক বাস যাত্রী বলেন, শুধু এই শ্যামপুর ব্রিজ নয়, এই সড়কের এলেঙ্গা থেকে ভূঞাপুর পর্যন্ত প্রায় সবগুলো ব্রিজই ঝুঁকিপূর্ণ। ব্রিজগুলো মেরামত না হওয়ায় আমরা আতঙ্ক নিয়েই চলাচল করি।
এ প্রসঙ্গে টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোমিনুল এহসান বলেন, কালিহাতী উপজেলার শ্যামপুর ব্রিজের এমন অবস্থার কথা আমার জানা ছিল না। দ্রুত ব্রিজটি মেরামতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরিফ উর রহমান টগর/আরএআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দক্ষিণ আফ্রিকায় ‘সন্ত্রাসীদের’ গুলিতে মিরসরাইয়ের টিপু নিহত
- ২ বিএনপি প্রার্থী ফজলুর রহমানের জনসভায় চেয়ার ছোড়াছুড়ি, আহত ২০
- ৩ ৮০% মুসলমানের এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না
- ৪ দেশ পরিচালনায় তিন শর্তে ঐক্যের ডাক দিলেন জামায়াত আমির
- ৫ আমরা বেকার ভাতা দেবো না, মর্যাদাপূর্ণ কাজ তুলে দিতে চাই