ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

লালমনিরহাটে গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জেলা প্রতিনিধি | লালমনিরহাট | প্রকাশিত: ০১:০৬ পিএম, ০৬ জুলাই ২০১৮

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় মাদক উদ্ধার অভিযানে পুলিশের গুলিতে আহত জহুরুল ইসলাম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগতে রাতে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বোতল কদমতলা মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেফতার মাদক ব্যবসায়ী জহুরুল ইসলাম ওই এলাকার আদুপাড়া লতাবর গ্রামের ইউসুব আলীর ছেলে।

কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, ৫টি মামলার আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ী জহুরুল মাদকের চালান পার করছে- এমন সংবাদের ভিত্তিতে উপজেলার বোতল কদমতলা এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় এসআই বাদল ও এসআই নুরুল ৭/৮ জন মাদক ব্যবসায়ীকে ধাওয়া করলে তারা পুলিশের ওপর উল্টো আক্রমণ করে। এ সময় পুলিশ দুই রাউন্ড শর্টগানের গুলি ছুড়লে মাদক ব্যবসায়ী জহুরুলের ডান পায়ে গুলি লাগে। পরে তাকে ৫ কেজি গাঁজা ও ৫৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ। বাকী মাদক কারবারীরা পালিয়ে যায়।

ওসি আরও জানান, মাদক ব্যবসায়ীদের আক্রমণে কালীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বিজু মিয়া ও কনস্টেবল শফিকুল ইসলাম আহত হয়ে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি হয়েছেন। গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ী জহুরুলকে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিউল হাসান/আরএআর/এমএস

আরও পড়ুন