তিস্তায় ভেসে এল তরুণীর মরদেহ
ছবি-ফাইল
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় তিস্তা নদীতে অজ্ঞাত (২০) এক তরুণী মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার দুপুরে মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
আদিতমারী থানার এসআই মঞ্জু আলম জানান, তিস্তা নদীর স্রোতে ভেসে এসে মরদেহটি সেলডি স্প্যার বাঁধে আটকে যায়। খবর পেয়ে উদ্ধারের চেষ্টা চালায় পুলিশ। কিন্তু প্রচণ্ড স্রোতে কেউ ভিড়তে পারেনি। পরে আদিতমারী ফায়ার সার্ভিস এসে মরদেহটি উদ্ধার করে। তবে স্থানীয়রা কেউ মরদেহের পরিচয় শনাক্ত করতে পারেনি।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেশ্বর রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
রবিউল হাসান/এফএ/জেআইএম