ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নাটোরে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

জেলা প্রতিনিধি | নাটোর | প্রকাশিত: ০২:৩৩ পিএম, ০৮ জুলাই ২০১৮

নাটোরের পশ্চিম হাগুড়িয়া এলাকা থেকে কষ্টি পাথরের একটি মূর্তি উদ্ধার করেছে জেলা প্রশাসন। শনিবার রাতে সদর উপজেলার পশ্চিম হাগুড়িয়া এলাকার কালু প্রামাণিকের বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সামনে এ মূর্তিটি নিয়ে আসা হয়।

নাটোরের এনডিসি অনিন্দ্য মন্ডল ও জেলা প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে সদর উপজেলার পশ্চিম হাগুড়িয়া এলাকার কালু প্রামাণিকের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ির গোয়ালঘরের মাটি খুঁড়ে প্লাস্টার করে রাখা অবস্থায় কালো পাথরের মূর্তিটি উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এনডিসি অনিন্দ্য মন্ডল। বর্তমানে মূর্তিটি জেলা প্রশাসনের ট্রেজারি শাখায় রাখা হয়েছে।

রেজাউল করিম রেজা/এফএ/এমএস

আরও পড়ুন