মহাসড়কের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ
নাটোরের গুরুদাসপুর উপজেলার তালবাড়িয়া এলাকায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বনপাড়া হাইওয়ে থানার উপ-পরর্দিশক (এসআই) তরিকুল ইসলাম জানান, সকালে উপজেলার তালবাড়িয়া এলাকায় বনপাড়া-হাটকিুমরুল মহাসড়করে পাশে অজ্ঞাত এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে তারা বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে বনপাড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।
মরদেহের পরিচয় জানতে বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
রেজাউল করিম রেজা/আরএ/পিআর