ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মিনি ট্রাক্টর উল্টে শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি | জয়পুরহাট | প্রকাশিত: ০৩:২৭ পিএম, ০৮ জুলাই ২০১৮

জয়পুরহাট সদর উপজেলায় মিনি ট্রাক্টর উল্টে রুবেল হোসেন (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার দুপুরের বামনপাড়া এলাকায় করিমের বালুর খালে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল উপজেলার পাথুরিয়া গ্রামের আব্দুল হামিদের ছেলে।

জয়পুরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন জানান, দুপুরে বালু বোঝাই একটি মিনি ট্রাক্টর বালুর খাল থেকে বালু নিয়ে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ট্রাক্টরে থাকা রুবেল চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

রাশেদুজ্জামান/আরএ/জেআইএম

আরও পড়ুন