ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিদ্যুৎ অফিসের ডিজিএমের বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৯:০৮ পিএম, ০৮ জুলাই ২০১৮

সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির-১ তাড়াশ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) কামরুজ্জামানের বিরুদ্ধে গ্রাহক হয়রানি ও ঘুষ আদায়ের অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, তাড়াশ উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনলেও ডিজিএমের কারণে গ্রাহকরা সে সুবিধা পাচ্ছেন না। সেবা নিতে আসা অনেক গ্রাহককে গালমন্দ করে অফিস থেকে বের করে দিয়েছেন কামরুজ্জামান।

জানা যায়, প্রায় ৪৮ হাজার গ্রাহকের তাড়াশ জোনাল অফিসের ডিজিএম মো. কামরুজ্জামান দুই বছরের অধিক সময় ধরে এখানে কর্মরত আছেন। তিনি নতুন বিদ্যুৎ সংযোগ নিতে আসা গ্রাহকদের কাছে অনৈতিক সুবিধা দাবি করেন। তার দাবিকৃত উৎকোচ না দিলে স্থানীয় ইউপি চেয়ারম্যানের সুপারিশ আনতে হয়। সুপারিশ আনলেও পরে যোগাযোগ করবেন, পরে দেখা যাবে, আজ হবে না-এমন নানা অজুহাতে মাসের পর মাস গ্রাহকদের হয়রানি করছেন।

উপজেলার বারুহাস ইউনিয়নের বারুহাস গ্রামের আব্দুল মান্নান জানান, তার ব্যবসা-প্রতিষ্ঠানের ৮টি বাণিজ্যিক মিটার গত তিন মাস আগে কাস্টমার মিটার অর্ডার (সিএমও) হলেও তিনি এখনও সংযোগ পাননি। এর কারণ, ডিজিএম কামরুজ্জামান তাকে সংযোগ সংক্রান্ত ইউনিয়ন চেয়ারম্যানের সুপারিশ জমা দিতে বলেন। পরে চেয়ারম্যানের সুপারিশ জমা দিয়েও সংযোগ মেলেনি। এ বিষয়ে কথা বলতে অফিসে গেলে ডিজিএম আমাকে গোপনে ডেকে এক লাখ টাকা ঘুষ দাবি করেন। অন্যথায় কখনও বিদ্যুৎ সংযোগ দেয়া হবে না বলে জানিয়ে দেন।

হয়রানির শিকার গ্রাহক আব্দুল মান্নান বলেন, ইতোপূর্বে ডিজিএম বারুহাস এলাকার পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক পরিচালক রফিক মাস্টারের মাধ্যমে আমার কাছে ১ লাখ টাকা ঘুষ দাবি করেছিলেন।

নতুন বিদ্যুৎ সংযোগের কাগজপত্র হাতে নিয়ে তাড়াশ জোনাল অফিসে আসা উপজেলার সান্দুরিয়া গ্রামের আক্কাস আলী, সরাবাড়ি গ্রামের আব্দুল বারিক, কালুপাড়ার রতন মিয়া, আড়ংগাইল গ্রামের মোর্শেদ আলীসহ অনেক গ্রাহক বলেন, ডিজিএমের অনৈতিক উৎকোচ দাবি পূরণ করতে না পেরে হয়রানির শিকার হচ্ছি।

এ ব্যাপারে তাড়াশ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) কামরুজ্জামান বলেন, ক্ষেত্র বিশেষে গ্রাহকদের চেয়ারম্যানদের সুপারিশ আনার কথা বলেছি। তবে ঘুষ দাবিসহ গ্রাহকদের অন্যান্য অভিযোগ সত্য নয়।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/জেআইএম

আরও পড়ুন