ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শেরপুরে ২৫০ জনকে আসামি করে পুলিশের মামলা

জেলা প্রতিনিধি | শেরপুর | প্রকাশিত: ০৮:৫৬ এএম, ০৯ জুলাই ২০১৮

শেরপুর শহরের ঐতিহ্যবাহী তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদরাসার কমিটি গঠন নিয়ে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ২৫০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।

শেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রবিউল ইসলাম বাদী হয়ে ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে রোববার সন্ধ্যায় এ মামলা করেন। মামলায় ইটপাটকেল নিক্ষেপ, দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া এবং পুলিশ অ্যাসল্টের অভিযোগ করা হয়েছে।

এর আগে শনিবার দুপুরে তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদরাসার কমিটি গঠন উপলক্ষে ত্রি-বার্ষিক সাধারণ সভায় স্থানীয় আওয়ামী লীগের দু’পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে তিন পুলিশসহ ১০ জন আহত হন।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, উপ-পরিদর্শক (এসআই) মো. রবিউল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ২৫০ জনকে আসামি করে সদর থানায় মামলাটি করেছেন।

হাকিম বাবুল/এফএ/জেআইএম

আরও পড়ুন