ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাসযাত্রী নিহত

শ্রীপুর (গাজীপুর) | প্রকাশিত: ১১:১১ এএম, ০৯ জুলাই ২০১৮

গাজীপুরের সদর উপজেলার মেম্বারবাড়ি এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে এক বাসযাত্রী নিহত এবং অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন।

নিহত রিপনের বাড়ি ময়মনসিংহের ভালুকা থানায় বলে প্রাথমিকভাবে জানা গেলেও আহতদের নাম-ঠিকানা জানা যায়নি। রিপনের মরদেহ থানা হেফাজতে রয়েছে। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হুসেন জানান, রোববার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেম্বারবাড়ি এলাকায় একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে ট্রাকটির সঙ্গে নেত্রকোনাগামী আশিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়।

এতে বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং নিচে পড়ে গিয়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই বাসের এক যাত্রী নিহত হন। এছাড়া অন্তত আরো ২০যাত্রী আহত হয়েছেন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শিহাব খান/এফএ/জেআইএম

আরও পড়ুন