ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

এক নিমিষেই সব শেষ

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৫:১৯ পিএম, ০৯ জুলাই ২০১৮

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীর ভাঙনে গত দু’দিনে বালিয়া ডাঙ্গী গ্রামের প্রায় ১শ মিটার বেড়িবাঁধ সড়ক বিলীন হয়ে গেছে। একই সঙ্গে ভাঙনে কয়েক একর ফসলি জমি ও গাছপালা বিলীন হয়ে গেছে। এছাড়া কয়েকটি পরিবারের বসতঘর সরিয়ে নেয়া হয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের গৃহকর্তা আবুল কাশেম মন্ডল জানান, গত ক’দিন ধরে পদ্মা নদীতে খরস্রোতা বইছে। সেই সঙ্গে দিনরাত পদ্মার ভাঙন অব্যাহত রয়েছে। আমাদের এ দুর্যোগের সময় এলাকার কোনো চেয়ারম্যান মেম্বার কেউ এসে একটু সান্ত্বনাও দেয়নি।

তিনি আরও জানান, গত ৪৫ বছর ধরে নিজের হাতে মাটি কেটে কেটে এই বসতভিটে গড়েছিলাম। এক নিমিশেই সব শেষ। পরিবারে উপার্জনক্ষম কেউ নেই। ফসলি জমিগুলো আগেই পদ্মায় নিয়ে গেছে। এখন একটু জমি কিনবো সে সামর্থও নেই। একজনের দয়ায় তার ফসলি জমিতে ঘরগুলো নিয়ে রাখছি।

চরভদ্রাসন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ খান বলেন, আমি অফিসিয়াল কাজে ঢাকায় আছি। ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সব ধরনের সরকারি সহায়তা পাবেন।

ফরিদপুর পাউবো’র উপ-বিভাগীয় প্রকৌশলী জহিরুল ইসলাম জানান, এমপি ডাঙ্গী গ্রামের প্রধান সড়ক রক্ষায় ভাঙন প্রতিরোধক কাজ চলছে। ওই গ্রামের পূর্বদিকে অর্ধ কি.মি. দূরত্বে বালিয়া ডাঙ্গী গ্রামে আবার বেড়িবাঁধ সড়কের একাংশ বিলীন হয়েছে।

তিনি বলেন, মন্ত্রণালয়ে একটি প্রকল্প পাঠানো হয়েছে সেটির অনুমোদন হলে কাজ শুরু করা হবে।

এমএএস/এমএস

আরও পড়ুন