ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় চালক নিহত

জেলা প্রতিনিধি | টাঙ্গাইল | প্রকাশিত: ১০:৫৪ এএম, ১০ জুলাই ২০১৮

টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় রতন মিয়া (৩৫) নামে এক পিকআপভ্যান চালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার প্রতিমাবংকী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রতন মিয়া বাসাইল উপজেলার করুটিয়া গ্রামের আমির আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সখীপুর-গোড়াই সড়কের প্রতিমাবংকী পুলিশ চেকপোস্টের সামনে দাঁড়ানো ঢাকাগামী বাঁশভর্তি একটি ট্রাকের পেছনে টাঙ্গাইলগামী মাছভর্তি পিকআপটি ধাক্কা দেয়। এতে বুকে ও মুখে বাঁশ ঢুকে গাড়ির ভেতরেই পিকআপ চালকের মৃত্যু হয়।

সখীপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুকান্ত রায় বলেন,মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ট্রাক ও পিকআপভ্যানটি আটক করা হয়েছে।

আরএআর/জেআইএম

আরও পড়ুন