ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলীর ওপর হামলা, পাল্টাপাল্টি অভিযোগ

জেলা প্রতিনিধি | নাটোর | প্রকাশিত: ০৬:৫৪ পিএম, ১০ জুলাই ২০১৮

সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আহাদ আলী সরকারের গণসংযোগে হামলার ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ দেয়া হলেও মামলা রেকর্ড করেনি পুলিশ।

সোমবার রাতে সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার থানায় একটি এজাহার দাখিল করেন। এজাহারে তিনি সদর থানা যুবলীগের সহ-সাধারণ সম্পাদক মানিক পাশা, শহাদৎসহ পাঁচজনের নাম উল্লেখ এবং আরও ২-৩ জনকে অভিযুক্ত করেন।

এজাহারে উল্লেখ করা হয়, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার তার সমর্থকদের নিয়ে গণসংযোগে বের হন।

নাটোর সদর থানার ফুলতলা এলাকার বাজিতপাড়া মসজিদের কাছে গণসংযোগ চালানোর সময় মানিকসহ তার সহযোগীরা প্রচারকাজে বাধা সৃষ্টি করে এবং তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।

বিষয়টি তিনি সদর থানা পুলিশ ও র্যাবকে জানান। এরপর তিনি শিবদুর গ্রামের বাজারের মোড়ে গণসংযোগ চালানো শুরু করেন। এ সময় মানিক ও শহাদতের নেতৃত্বে ৬-৭ জন দুর্বৃত্ত মোটরসাইকেলযোগে গণসংযোগস্থলে এসে ফাঁকা গুলি ছোড়ে। এতে তিনিসহ তার লোকজন কোনোমতে প্রাণে রক্ষা পান।

পরে পুলিশ ঘটনাস্থলে এসে দুটি মোটরসাইকেলসহ মানিক ও শহাদতকে গ্রেফতার করে এবং একটি গুলির খোসা উদ্ধার করে। এজাহারে সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানান।

অপরদিকে, মানিকের বাবা গোলাম মোস্তফা সোমবার রাতেই একটি অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে বলা হয় সিব্দুরর গ্রামে আসার পরই আহাদ আলী সরকারের সমর্থকরা তার ছেলের ওপর চড়াও হয়। তখন তাদের মধ্যে ধাক্কাধাক্কি লাগে। এর আধঘণ্টা পর বাড়ি থেকে বের হলে মানিককে আটক করে পুলিশ। এ ঘটনায় আহাদ আলী সরকারসহ অজ্ঞাত ৩০-৪০ জনকে অভিযুক্ত করা হয়।

এ ব্যাপারে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শহিদুল ইসলাম জানান, উভয় পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ দাখিল করেছেন। এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

রেজাউল করিম রেজা/এএম/পিআর

আরও পড়ুন