ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ক্লাস নিলেন র‌্যাব অধিনায়ক

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০২:৫৫ পিএম, ১২ জুলাই ২০১৮

মাদকের বিরুদ্ধে অভিযানের পাশাপাশি মাদকের কুফল সম্পর্কে সমাজে সচেতনতা সৃষ্টি করতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন ফরিদপুর র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন।

দেশের ভবিষ্যত প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষায় ছাত্রছাত্রীদের সচেতন করতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস নিয়েছেন র‌্যাব-৮ ফরিদপুরের এ অধিনায়ক। মাদকের ভয়াবহতা সম্পর্কে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারণা চালাচ্ছেন তিনি।

এরই অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বাখুন্ডা কলেজের শিক্ষার্থীদের বিশেষ ক্লাস নেন মো. রইছ উদ্দিন।

faridpur-rab-(2)

মাদকবিরোধী বিশেষ ক্লাসে ছাত্রছাত্রীদের উদ্দেশে অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন বলেন, মাদক শুধু ব্যক্তিজীবন নয়, পরিবার থেকে সমাজ পর্যন্ত সর্বত্র ব্যাপক ক্ষতিসাধন করে। মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় প্রথমে নিজেকে সচেতন করতে হবে। মাদক কিছু দেয় না বরং জীবন ধ্বংস করে ফেলে। তিনি শিক্ষার্থীদের কৌতুহল বসতও মাদক গ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানান।

পরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাখুন্ডা কলেজের অধ্যক্ষ মো. সিদ্দিক ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক মো.শফিকুর রহমান প্রমূখ।

এফএ/পিআর

আরও পড়ুন