বাসে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে সর্বস্ব লুট, অসুস্থ ৮
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাসে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে সর্বস্ব লুটে নিয়ে ৮ জনকে রাস্তায় ফেলে গেছে ছিনতাইকারীরা। বুধবার দিবাগত রাতে এ লুটের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার ভোরে ফায়ার সার্ভিস কর্মীরা গাজীপুরের কালিয়াকৈর বাজার বাস স্টেশন এলাকা থেকে তিনজনকে এবং পাঁচজনকে উপজেলার খাড়াজোড়া থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। এরা হলেন- টাঙ্গাইলের মির্জাপুরের আজগানা এলাকার আমির আলী মুন্সির ছেলে আব্দুল মান্নান (৫০), তার ছোট ভাই লুৎফর রহমান (৪৩) এবং একই এলাকার আব্দুল কুদ্দসের ছেলে মোস্তফা (৪০)। তারা ধানের আড়তদারের ব্যবসা করেন। বাকি পাঁচজন বেলা ১১টা পর্যন্ত অচেতন থাকায় তাদের পরিচয় জানা যায়নি।
কালিয়াকৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, গত বুধবার রাতে তারা টাঙ্গাইল সদর থেকে একটি যাত্রীবাহী বাসে করে কালিয়াকৈর বাজার এলাকায় আসছিল। আসার পথে বাসে থাকা যাত্রীবেশে এক দল ছিনতাইকারী তাদের টাকা পয়সা এবং সঙ্গে থাকা মালামাল লুট করে কালিয়াকৈর বাজারের পাশে তিনজনকে এবং খাড়াজোড়া এলাকায় পাঁচজনকে ফেলে পালিয়ে যায়।
কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) প্রবীর কুমার সরকার জানান, ওই আটজনকেই নেশা জাতীয় কিছু খাওয়ানো হয়েছে। দুইজনের জ্ঞান ফিরলেও বাকিরা এখনও সঙ্গাহীন অবস্থায় আছে। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।
আমিনুল ইসলাম/আরএআর/পিআর