মায়ের অভিযোগে র্যাবের হাতে ছেলে আটক
প্রতীকী ছবি
মাদকাসক্ত সন্তানের অত্যাচারে অতিষ্ট হয়ে র্যাবের কাছে লিখিত অভিযোগ করেন ফাতেমা বেগম। সেই অভিযোগেই বৃহস্পতিবার বিকেলে হৃদয় হোসেনকে (৩০) আটক করে র্যাব-১৩ নীলফামারী সিপিসি-২ এর অভিযাত্রীক দল।
হৃদয় নীলফামারীর সৈয়দপুর উপজেলার ঢেলাপীর আবাসন এলাকার মিন্টু মিয়া ও ফাতেমা বেগমের ছেলে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন র্যাব-১৩ নীলফামারী সিপিসি-২ কোম্পানি কমান্ডার মেজর এটিএম নাজমুল হুদা।
জাহেদুল ইসলাম/এফএ/এমএস