ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

যাত্রীবাহী বাস উল্টে আহত ১৫

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৫:৩৫ পিএম, ১৪ জুলাই ২০১৮

ফরিদপুরের মধুখালী উপজেলার ঘোপঘাট এলাকায় যাত্রীবাহী একটি বাস উল্টে কমপক্ষে ১৫ বাস যাত্রী আহত হয়েছেন। আহতদের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহতরা হলেন- চুয়াডাঙ্গার জাহানারা (৩০), দর্শনার রুপা (২৫), ঝিনাইদহের কামরুলকে (২৮) মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

faridpur-accident-pic-02

জানা যায়, উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ঘোপঘাট নামক স্থানে দর্শনা থেকে ঢাকার উদ্দ্যেশ্যে ছেড়ে আসা দর্শনা ডিলাক্স পরিবহনকে পেছন থেকে আসা অপর আরেকটি যাত্রীবাহী বাস ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দর্শনা ডিলাক্সের পরিবহনটি রাস্তার পাশে উল্টে যায়। এ সময় ওই বাসে থাকা ১৫ জন যাত্রী আহত হন।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে কানাইপুর হাইওয়ে পুলিশের এএসআই মো. আনিসুজ্জামান বলেন, দুর্ঘটনায় নিহতের ঘটনা ঘটেনি। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

আরএ/জেআইএম

আরও পড়ুন