লালমনি এক্সপ্রেসের ছাদে রক্তাক্ত মরদেহ
ফাইল ছবি
ঢাকা থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস ট্রেনের ছাদ অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে গাজীপুরের জয়দেবপুর জংশনে ট্রেনের ছাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম পরিচয়-জানা যায়নি। বয়স আনুমানিক ২০ বছর। নিহত যুবকের পরণে কালো ফুল প্যান্ট ও সাদা-কালো চেক শার্ট রয়েছে।
জয়দেবপুর জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই এসএম রকিবুল হক জানান, রাতে জয়দেবপুর জংশনের লোকজন (ক্লিনার) মৈত্রী ট্রেন ধোয়ামুছা ও পানি দেয়ার কাজ করছিলেন। শনিবার রাত ১১টা ৫৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস ট্রেনটি জংশনে অন্য লাইনে থামে। লালমনি ট্রেনের ছাদে ওই যুবকের মরদেহ দেখতে পেয়ে তারা চিৎকার দেন।
তিনি আরও জানান, নিহত যুবকের বুকে, তল পেটে এবং পাজরের নিচে আঘাত করা হয়েছে। ধারণা করা হচ্ছে অন্য কোথাও দুর্বৃত্তরা তাকে হত্যা করে এখানে মরদেহ ফেলে রেখে গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আমিনুল ইসলাম/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মিয়াকোর ওয়াশিং মেশিন কিনলেই ৪০ হাজার টাকার ১০ পণ্য ফ্রি
- ২ ‘ভোট দিন, বিয়ে সহজ করে দেবো’—তরুণ ভোটারদের স্বতন্ত্র প্রার্থী আশা মণি
- ৩ নিহত জামায়াত নেতা রেজাউল করিমের জানাজায় মানুষের ঢল
- ৪ ১৭ বছর আ’লীগ আমার অনেক ক্ষতি করলেও কোনো দুর্নীতি পায়নি
- ৫ বাগেরহাটে থাকতে ৫ লাখ ‘ঘুস’ দাবি, জেলার বললেন ‘সম্পূর্ণ মিথ্যা’