পদ্মা নদীতে স্পিডবোট ডুবিতে নিহত ১, নিখোঁজ ১
মুন্সীগঞ্জের লৌহজং শিমুলিয়া ঘাট সংলগ্ন পদ্মা নদীতে ফেরির সঙ্গে ধাক্কা লেগে একটি যাত্রীবাহী স্পিডবোট ডুবে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনও একজন নিখোঁজ রয়েছেন।
শিমুলিয়া বন্দর ও পরিবহন কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ জানান, রোববার সকাল ৯টার দিকে ২৬ জন যাত্রী নিয়ে কাঁঠালবাড়ি যাওয়ার উদ্দেশ্যে শিমুলিয়া ঘাট থেকে স্পিডবোটটি রওনা দেয়। মূল নদীতে স্পিডবোটটি একটি ফেরির সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। এ সময় ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়। নিখোঁজ দুইজনের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং একজন এখনও নিখোঁজ রয়েছেন।
লোহজং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী জানান, ডুবে যাওয়া দুই যাত্রীর মধ্যে সুফিয়া খাতুনকে মৃত উদ্ধার করা হয়। সুফিয়া খাতুন শ্রীনগর উপজেলার হাষাড়া ইউনিয়ন পরিষদের সদস্য। তবে ডুবে যাওয়া অপর যাত্রী জালাল সর্দার এখনও নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারের জন্য কাজ চলছে।
ভবতোষ চৌধুরী নুপুর/এএম/পিআর