ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আ.লীগ ক্ষমতায় না গেলে পরিস্থিতি হবে ভয়াবহ : কেরামত

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০৮:৪৪ পিএম, ১৬ জুলাই ২০১৮

শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী বলেছেন, অাগামী জাতীয় সংসদ নির্বাচন অামাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। অাগামী নির্বাচনে অাওয়ামী লীগ ক্ষমতায় অাসতে না পারলে পরিস্থিতি হবে ভয়াবহ।

সোমবার বিকেলে রাজবাড়ী সদর উপজেলা অাওয়ামী লীগের উদ্যোগে ও পাঁচুরিয়া ইউনিয়নের অাওয়ামী লীগের অায়োজনে অাসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ওয়ার্ড কমিটি গঠন ও মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

কেরামত অালী বলেন, গত নির্বাচনে রাজবাড়ীতে ভোট হয়নি। কিন্তু এবার হবে। অাওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। অাপনারা নিজেরা দেখেছেন; এই সরকার রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, স্কুল-কলেজ নির্মাণসহ সবক্ষেত্রে উন্নয়ন করেছে। অাওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাসী, কথায় না।

তিনি বলেন, নির্বাচন ভালোভাবে পরিচালনা করতে ওয়ার্ড কমিটি গঠন করা হচ্ছে। যাতে প্রতিনিধিত্ব করবেন অাপনারা। একইসঙ্গে পোলিং এজেন্টও ঠিক করা হবে। ভোটের মাধ্যমে অাপনারা অাবারও নৌকাকে বিজয়ী করবেন।

পাঁচুরিয়া ইউনিয়ন অাওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান কাজী অালমগীরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা অাওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত অালী সোহরাব।

এ ছাড়া বক্তব্য রাখেন- প্রচার ও প্রকাশানা সম্পাদক সফিকুল হোসেন, সদর উপজেলা অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মো. ওহিদুজ্জামান, সহ-সভাপতি রেজাউজ্জামান খান, অাব্দুস সালাম মিলন, পৌর অাওয়ামী লীগের সভাপতি রমজান অালী খান ও পাঁচুরিয়া ইউনিয়নের অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মোল্লা প্রমুখ।

রুবেলুর রহমান/এএম/এমএস

আরও পড়ুন