ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সেনবাগে ছাত্রলীগ নেতার মুক্তির দাবিতে সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৮:৫০ পিএম, ১৮ জুলাই ২০১৮

নোয়াখালীর সেনবাগ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাজেদুল হক তানভীরের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা।

বুধবার বিকেলে ফেনী-মাইজদী-লক্ষ্মীপুর সড়কের সেনবাগ রাস্তায় মাথায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় রাস্তার দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে।

সেনবাগ উপজেলা ছাত্রলীগের সভাপতি ফিরোজ আলম রিগান জানান, ২০১৪ সালের একটি রাজনৈতিক মামলায় সেনবাগ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাজেদুল হক তানভীর গতকাল জামিন চাইতে গেলে জামিন না মঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠান আদালত। এ ঘটনায় সমর্থকরা তার মুক্তির দাবি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করে। পরে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে এসে আন্দোলরত ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে সড়কে ওপর থেকে তাদের সরিয়ে দেন এবং যানবাহন চলাচল স্বাভাবিক করেন।

মিজানুর রহমান/এএম/এমএস

আরও পড়ুন