ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ডিমলার পর এবার সৈয়দপুর ইউএনও’র মোবাইল নম্বর ক্লোন

জেলা প্রতিনিধি | নীলফামারী | প্রকাশিত: ০৮:৫৯ পিএম, ১৮ জুলাই ২০১৮

নীলফামারীর ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তার পর এবার সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি মোবাইল নম্বর ক্লোন করেছে প্রতারক চক্র।

তারা ইউএনও’র পরিচয় দিয়ে বিভিন্ন জনের কাছে অর্থ হাতিয়ে নেয়ার চেষ্টা করেছে। কিন্তু যাদেরকে কল করা হয়েছে তারা প্রতারণার বিষয়টি বুঝতে পেরেছেন।

মঙ্গলবার ইউএনও’র সিমটি ক্লোন করে বিভিন্ন সময়ে সৈয়দপুর পৌরসভার দুইজন কাউন্সিলরসহ বিভিন্নজনকে ফোন করে টাকা দাবি করা হয়।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বজলুর রশীদ বলেন, আমার সরকারি মোবাইল নম্বরটি যে ক্লোন হয়েছে তা বুঝতে পারিনি। যখন বিভিন্নজন এসে আমাকে ও মোবাইলে বিষয়টি জানায় তখন আমি অবাক হই। তাৎক্ষণিকভাবে ফেসবুকসহ এলাকায় মাইকিং করে সবাইকে সাবধান হতে আহ্বান জানাই।

সৈয়দপুর থানা পুলিশের ওসি শাহজাহান পাশা জানান, এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। সেই সঙ্গে কারা সিমটি ক্লোন করেছে তাদের চিহ্নিত করতে কাজ শুরু করেছে পুলিশ।

প্রসঙ্গত, ২০১৭ সালের ১৪ আগস্ট নীলফামারীর ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি ও ব্যক্তিগত মুঠোফোন নম্বর ক্লোন করে প্রতারণার চেষ্টা করে প্রতারক চক্র।

জাহেদুল ইসলাম/এএম/এমএস

আরও পড়ুন