ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পাটুরিয়া-দৌলতদিয়া নৌ পথে লঞ্চ চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি | মানিকগঞ্জ | প্রকাশিত: ০৪:২৫ পিএম, ২১ জুলাই ২০১৮

প্রবল বাতাসে সৃষ্ট ঢেউয়ের কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ পথে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ। তবে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

বিআইডব্লিউটিএ’র নৌ ট্রাফিকের সহকারী পরিচালক মো. ফরিদ উদ্দিন আহম্মদ জানান, শনিবার বেলা ১১টা থেকে প্রবল বাতাসে সৃষ্ট ঢেউয়ের কারনে নদী উত্তাল হয়ে যায়। তাই দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ পথে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া অনুকূলে এলে পুনরায় লঞ্চ চলাচল স্বাভাবিক হবে।

অপরদিকে এই নৌ পথে ফেরি চলাচল স্বাভাবিক থাকায় যাত্রীরা নির্বিঘ্নে ফেরি দিয়ে পারাপার হচ্ছেন।

বি.এম খোরশেদ/আরএআর/আরআইপি

আরও পড়ুন