ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পরিবর্তন চাইলে লাঙলে ভোট দিন : রাঙ্গা

জেলা প্রতিনিধি | লালমনিরহাট | প্রকাশিত: ০৪:৫১ পিএম, ২২ জুলাই ২০১৮

পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা বলেছেন, পরিবর্তন চাইলে লাঙল প্রতীকে ভোট দিন। দেশে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। এতে কোনো সন্দেহ নেই। আপনারা ভোট দেবেন, ভোট রক্ষার দায়িত্ব আমাদের।

রোববার দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়ন ভূমি অফিস মাঠে আয়োজিত জাপার কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, উত্তরাঞ্চলের ২২ আসন নিয়ে শরিকদের বণ্টনে জাতীয় পার্টির ভূমিকা সবচেয়ে বেশি। এরশাদ ঠিক করবেন ২২ আসনের কয়টি নৌকা আর কয়টি লাঙল পাবে। এমপি কিংবা মন্ত্রী হোক ভোট কারচুপির সুযোগ নেই।

ভেলাবাড়ি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুস সোবহান সরকারের সভাপতিত্বে কর্মী সমাবেশে আরও বক্তব্য রাখেন- জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম ইয়াসীর, যুগ্ম সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রোকন উদ্দিন বাবুল ও আদিতমারী উপজেলা জাতীয় পার্টির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকার প্রমুখ।

রবিউল হাসান/এএম/আরআইপি

আরও পড়ুন