ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

হাজীগঞ্জে পুকুরে ডুবে ভাই-বোনের মৃৃত্যু

জেলা প্রতিনিধি | চাঁদপুর | প্রকাশিত: ০৬:১৪ পিএম, ২২ জুলাই ২০১৮

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার ৫ নং সদর ইউনিয়নের বাড্ডা পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো- পাটোয়ারী বাড়ির কামরুল পাটোয়ারীর ছেলে আসিফ (৪) ও কামরুলের ছোট বোন কুসুম বেগমের মেয়ে তানিশা আক্তার (৬)। তানিশার বাবার বাড়ি কচুয়া উপজেলার হাসিমপুর গ্রামে। সে ওই গ্রামের দিদার হোসেনের মেয়ে। মৃতরা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই-বোন।

পারিবারিক সূত্রে জানা যায়, কামরুলের ছোট বোন কুসুম বেগম বাবার বাড়িতে বেড়াতে আসে। বেলা ১১টার দিকে মেয়ে তানিশা আক্তার নিখোঁজ হয়। পরে খোঁজাখুঁজি করে দেখা যায়, তার ভাইয়ের ছেলে আসিফও নিখোঁজ। দুপুর ১টার দিকে পুকুরে তাদের মরদেহ ভেসে উঠে। তাৎক্ষণিক হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ইকরাম চৌধুরী/এএম/জেআইএম

আরও পড়ুন