ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বাউফলে ইয়াবাসহ অাটক দুই

জেলা প্রতিনিধি | পটুয়াখালী | প্রকাশিত: ০৪:৩৭ এএম, ২৮ জুলাই ২০১৮

 

পটুয়াখালীর বাউফলে ৪০ পিচ ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব-৮। শুক্রবার বিকেলে নাজিরপুর বাংলা বাজার সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতাররা হলো- মো. শাহিন মৃধা (৩২) ও মো. জুয়েল গাজী (২৯)। র‌্যাব-৮ ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মো. হাছান আলী শুক্রবার রাতে প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাউফলের নাজিরপুর বাংলা বাজার সড়ক এলাকায় অভিযান চালিয়ে মো. শাহিন মৃধা ও মো. জুয়েল গাজীকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৪০ পিছ ইয়াবা ও ০২টি মোবাইল সেট ও ২টি সিম উদ্ধার করা হয়। বাউফল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।

এমআরএম

আরও পড়ুন