দিনাজপুরে গর্তে পড়ে ভাই-বোনের মৃত্যু
ছবি-ফাইল
দিনাজপুরের খানসামায় টিউবওয়েলের পানি ফেলার গর্তে পড়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে উপজেলার ৫নং ভাবকী ইউনিয়নের গুলিয়াড়া কেদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে- ভাবকী ইউনিয়নের গুলিয়াড়া কেদারপাড়ার তাপস চন্দ্র রায়ের মেয়ে যুথী রায় (১৯মাস) এবং শ্যামল চন্দ্র রায়ের ছেলে নিলয় রায় (১৫ মাস)। নিহতরা সম্পর্কে চাচাতো ভাই-বোন।
প্রতিবেশীরা জানায়, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে শিশু দুটির মা অনিতা রানী ও দেবি রায় রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশু দুটি সকলের অগোচরে বাড়ির বাইরে চলে যায়। পরে তাদেরকে দেখতে না পেয়ে পরিবারের লোকেরা বাড়ির চারপাশে খোঁজাখুঁজি শুরু করে। এ সময় বাড়ির টিউবওয়েলের পানি ফেলার গর্ত থেকে শিশু দুটিকে উদ্ধার করা হয়। তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই যুথী রায় মারা যায় এবং পাকেরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নিলয়কে মৃত ঘোষণা করেন।
ভাবকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সফিকুল ইসলাম শিশু দুটির মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।
এমদাদুল হক মিলন/আরএআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দক্ষিণ আফ্রিকায় ‘সন্ত্রাসীদের’ গুলিতে মিরসরাইয়ের টিপু নিহত
- ২ বিএনপি প্রার্থী ফজলুর রহমানের জনসভায় চেয়ার ছোড়াছুড়ি, আহত ২০
- ৩ ৮০% মুসলমানের এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না
- ৪ দেশ পরিচালনায় তিন শর্তে ঐক্যের ডাক দিলেন জামায়াত আমির
- ৫ আমরা বেকার ভাতা দেবো না, মর্যাদাপূর্ণ কাজ তুলে দিতে চাই